Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিএআরের কল্যাণে ফাইনালে চেলসি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৪:৫৬ এএম
ইংলিশ ফুটবল লিগ  কারাবাও কাপের সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার টটেনহ্যামকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি। প্রথম লেগে নিজ শহরের প্রতিদ্বন্দ্বিদের ২-০ গোলে হারায় ব্লুরা। ফলে সব মিলিয়ে ৩-০ গোলের জয় পেয়ে চেলসি ফাইনালে পৌছে গেছে। 
 
দ্বিতীয় লেগের ম্যাচটিতে ১৮ মিনিটের সময় চেলসির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন আন্তোনিও রুদিগার। 
 
ম্যাচটিতে অবশ্য চেলসির জয়ে বড় ভূমিকা রেখেছে ভিএআরও৷ ম্যাচটিতে প্রথম ও দ্বিতীয়ার্ধে দুটি পেনাল্টি পায় টটেনহ্যাম। কিন্তু ভিএআরে পরীক্ষা করে দুইবারই পেনাল্টি বাতিল করে দেয়া হয়। টটেনহ্যামের কাটা ঘায়ে নুনের ছিটা লাগে যখন অধিনায়ক হ্যারি কেনের করা গোল ভিএআরে পরীক্ষা করে অফসাইডের কারণে বাতিল করে দেয়া হয়। 
 
যদি ভিআর না থাকত তাহলে আজ টটেনহ্যাম কিছু একটা করতে পারত। যেমনটি ২০ বছর আগে এই কারাবাও কাপে প্রথম লেগে ২-১ গোলে হারার পর দ্বিতীয় লেগে ৫-১ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল টটেনহ্যাম।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ