Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি আরও ভাঙবে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে ভাঙনের ঢল নামবে বিজেপিতে। গত মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তার দাবি, পদ্ম-শিবিরের কমপক্ষে ১৩ মন্ত্রী-এমপি যোগ দেবেন সমাজবাদী পার্টিতে।

গত মঙ্গলবার উত্তরপ্রদেশে বিজেপি ছেড়েছেন মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য-সহ পাঁচ এমপি। স্বামীপ্রসাদ যোগ দিয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। স্বামীপ্রসাদের সঙ্গেই এমপি পদ থেকে পদত্যাগ করে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তার ঘনিষ্ঠ দুই এমপি রোশনলাল বর্মা এবং ভগবতীপ্রসাদ সাগর। এরপর স্বামীপ্সদা-ঘনিষ্ঠ বিজয় প্রজাপতি, বিনয় শাক্যও এমপি পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে এমন ঘটনা বিজেপির জন্য ‘বড় ধাক্কা’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই আবহে গত মঙ্গলবার শারদ পওয়ার দাবি করেন, বিধানসভা ভোটের আগে বিজেপির অন্তত ১৩ এমপি দলত্যাগ করে অখিলেশ-শিবিরে শামিল হবেন। উত্তরপ্রদেশের মানুষ পরিবর্তন খুঁজছেন। আমরা অবশ্যই সে রাজ্যে পরিবর্তন দেখতে পাব। বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে। উত্তরপ্রদেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ