Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সতর্ক করে বলেছেন, বিশ্ব অর্থনীতি খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। ২০২১ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ছিল ৫.৫ শতাংশ। বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এ বছর প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৪.১ শতাংশে। ম্যালপাস বলেন, তার সবচেয়ে বড় উদ্বেগ হলো বিশ্বব্যাপী বৈষম্য বৃদ্ধি। মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির সবচেয়ে বড় শিকার দরিদ্র দেশগুলো উল্লেখ করে তিনি বিবিসিকে বলেন, ‘সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অসমতা, যা সিস্টেমের ভেতরে তৈরি হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে দুর্বল দেশগুলোর অবস্থা এখন আরো খারাপ থেকে খারাপতর হচ্ছে।’ বিশ্বব্যাংক বলছে, ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং জাপানের মতো সব উন্নত অর্থনীতির দেশের অর্থনীতি মহামারির ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হতে পারে। তবে উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর কভিড মহামারি শুরুর আগের তুলনায় প্রবৃদ্ধি ৪ শতাংশ কম থাকবে বলে মনে করা হচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ