Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি বছর মুনাফার লক্ষ্য চীনের এভিয়েশন খাতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

কোভিড-১৯-এর প্রভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের উড়োজাহাজ পরিবহন খাত। চলতি বছর সেই ক্ষতি কাটিয়ে মুনাফায় ফেরার লক্ষ্য এয়ারলাইনসগুলোর। গত সোমবার উড়োজাহাজ পরিবহন খাতের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এ বছর অভ্যন্তরীণ রুটে ৮৫ শতাংশ ভ্রমণ পুনরুদ্ধার হবে। বিশ্বের বিভিন্ন দেশে ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের মধ্যে সম্প্রতি বেশকিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দিয়েছে সিভিল অ্যাসোসিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএএসি)। করোনা আঘাত হানার পরই ২০২০ সালে স্থবিরতার মুখে পড়ে এ খাত। ২০২১ সালের প্রথম প্রান্তিকে চীনের সবচেয়ে বড় তিনটি এয়ারলাইনস এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইনস ও চায়না সাউদার্ন এয়ারলাইনসের মোট ক্ষতি হয় ৩ হাজার ২৫০ কোটি ইউয়ান (৫১০ কোটি ডলার)। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ