মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ত্রিপুরায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন অপরিণত উভলিঙ্গের (ট্রান্সজেন্ডার) একজন ব্যক্তি। অভিযোগে তিনি বলেছেন, আগরতলায় তাদের চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। সেখানে জোর করে তাদেরকে নগ্ন করা হয় লিঙ্গগত অবস্থা প্রমাণ দিতে। এতে অভিযোগকারী বলেছেন, তারা কখনো অশ্লীল পোশাক পরেননি। এমন পোশাকে তাদেরকে দেখা গেলে, যেন গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই। শনিবার রাতে ওই চার উভলিঙ্গের ব্যক্তি একটি হোটেলে পার্টি করে বের হন। এ সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে সোমবার তাদের একজন অভিযোগে বলেন, তাদেরকে থানায় নিয়ে জোর করে নগ্ন করা হয়েছে। প্রমাণ করতে হয়েছে যে, তারা উভলিঙ্গের। এরপরেই তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের সামনে এই অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ওই ঘটনার সময় পুলিশের সঙ্গে একজন ফটোসাংবাদিকও উপস্থিত ছিলেন। উভলিঙ্গের ওই ব্যক্তি অভিযোগে বলেছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়। তারপর নিয়ে যাওয়া হয় পশ্চিম আগরতলা ওমেন্স পুলিশ স্টেশনে। সেখানেই পুরুষ ও নারী পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তাদেরকে নগ্ন হতে বাধ্য করা হয়। তার ভাষায়, পুলিশ স্টেশনে নেয়ার পর আমাদেরকে পোশাক ছাড়তে বলা হয়। আমাদের লিঙ্গগত অবস্থা উন্মুক্ত করে তাদের দেখাতে বলা হয়। বিষয়টি ভয়াবহ বিব্রতকর। এ সময় পুলিশ আমাদের সব জিনিসপত্র নিয়ে নেয়। অন্তর্বাস নিয়ে নেয়। তবে কোনো প্রমাণ ছাড়াই আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা। এলজিবিটি সম্প্রদায়ের এই চার সদস্যের দাবি, এর মধ্য দিয়ে তাদের গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। এই অধিকার তাদেরকে দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ, সুপ্রিম কোর্ট উভলিঙ্গের মানুষদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে অন্য মানুষের মতোই তাদেরকে দেয়া হয়েছে সাংাবিধানিক অধিকার। তা যেমন একজন নারী বা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একইভাবে একজন উভলিঙ্গের মানুষের জন্যও প্রযোজ্য। অভিযোগকারী বলেছেন, হোটেল থেকেই তাদেরকে অনুসরণ করেছেন ওই ফটোসাংবাদিক এবং তিনি তাদেরকে স্পর্শ করার চেষ্টা করেছেন। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।