মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের অপব্যবহারের অভিযোগ এসেছে জার্মান পুলিশের বিরুদ্ধে। গত নভেম্বরের শেষ দিকে মাইন্স শহরে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর আগে রেস্তোরাঁয় ছিলেন তিনি।
এই ঘটনার সূত্র ধরে তদন্তে নেমে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাহায্যে লুকা অ্যাপ থেকে তথ্য নেয়া হয় বলে অভিযোগ। ওই রেস্তোরাঁয় কতক্ষণ কোন ব্যক্তি ছিলেন, অ্যাপ থেকেই তা জানা গিয়েছিল। অ্যাপ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে ২১ জন সাক্ষীর কথাও জানা যায়।
অভিযোগ বেআইনিভাবে অ্যাপ থেকে তথ্য নেওয়া হয়েছে। এরপর শুরু হয় প্রতিবাদ। মাইন্সের সরকারি আইনজীবী একটি বিবৃতিতে জানান, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে আর কোনও তথ্য এই অ্যাপ থেকে ব্যবহার করা হবে না।
এক ব্যক্তি কতক্ষণ রেস্তোরাঁ, পানশালায় থাকছেন কিংবা সাংস্কৃতিক কাজে যুক্ত থাকছেন সেটা এই অ্যাপ থেকে জানা সম্ভব। ব্যক্তিগত তথ্য জানা সম্ভব। রেস্তোরাঁ কিংবা দোকানে প্রবেশের সময় কিউ আর কোড স্ক্যান করতে হয়। বেরোনোর সময় লগ আউট করতে হয়। কেউ করোনা আক্রান্ত হলে তাকে সহজেই শনাক্ত করা যায়।
এই অ্যাপ ব্যবহারের ফলে নথির ব্যবহার কমে যাওয়া সহ একাধিক সুবিধা হলেও স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখলে এই জাতীয় বিষয়ের সমাধান সম্ভব। ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও সম্ভব মত ওয়াকিবহাল মহলের। কিন্তু মেইনজের ঘটনার পর খানিকটা বিরক্ত হয়েছেন এই অ্যাপ ডেভেলপার কালচার ফর লাইফ।
তথ্য সংগ্রহের তীব্র নিন্দা করেছে অ্যাপ ডেভেলপার সংস্থা। ডিজিটাল অ্যাপকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন সরকারের শরিক দলের সদস্যরাও। এই রাজনীতিবিদদের কেউ কেউ অ্যাপ ডিলিটের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি, অ্যাপ ডিলিটের বিষয়টির তীব্র নিন্দা করেছেন এক জার্মান শিল্পী যিনি নিজে এই প্রযুক্তির সঙ্গে যুক্ত।
এই জাতীয় অ্যাপ ব্যবহার, আদৌ কতটা সুরক্ষিত? ব্যক্তিগত তথ্যের অধিকারে কতটা হস্তক্ষেপ হচ্ছে, উঠে আসছে এইসব প্রশ্ন। সূত্র: এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।