মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার সঙ্গে ইউক্রেন বিষয়ক আলোচনার প্রথম পর্বের আলোচনায় আশাবাদী হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়ে বলেছেন, দু’দেশের মধ্যে উত্তেজনা কমাতে আরো আলোচনা প্রয়োজন। সুইজারল্যান্ডের জেনেভা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা হয়। আলোচনায় রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও তার মার্কিন সমকক্ষ উইন্ডি শেরম্যান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রাশিয়া ও আমেরিকার মধ্যকার এই আলোচনা কয়েক ঘণ্টা স্থায়ী হয়। পেসকভ মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে ওই আলোচনাকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, উভয় পক্ষের কাছে যার যার অবস্থান স্পষ্ট করতে আরো বেশি আলোচনা প্রয়োজন। ক্রেমলিনের মুখপাত্র বলেন, “প্রথম পর্বের আলোচনা আমাদেরকে সন্তুষ্ট করেনি। এখান থেকে বলার মতো কোনো ফল পাওয়া যায়নি।” আমেরিকার সঙ্গে ইউক্রেন বিষয়ক আরো আলোচনা হবে জানিয়ে পেসকভ বলেন, এখনই এ ব্যাপারে কোনো সময়সীমা ঠিক করা সম্ভব নয় তবে দীর্ঘমেয়াদেও আলোচনা করতে রাজি নয় মস্কো। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিস্তার এবং এই জোটে ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ লাভের ব্যাপারে রাশিয়া আমেরিকার কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টির প্রত্যাশী। আরটি, তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।