Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুশির ঝুড়ি থেকে বিনামূল্যে খাবার পেয়ে থাকে মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

দুপুরের ঘটনা। চোখে মুখে ক্লান্তির ছাপ নিয়ে দোকানে এলেন এক বৃদ্ধ ভ্যানচালক। নাম তার রাধাকান্ত। দোকানে এসেছেন ঠিকই, কিন্তু তার কাছে টাকা কম। তাই তিনি শুধু চা খেতে চাইলেন। কিন্তু তাকে দেখেই দোকানী সুব্রত নাথ বুঝতে পারেন তিনি ক্ষুধার্ত। তাই দোকানের সামনে থাকা ‘খুশির ঝুড়ি’ থেকে এক প্যাকেট বিস্কুট তুলে নিতে বলেন। ওই ভ্যানচালককে একটা মাস্কও পরিয়ে দেন সুব্রত নাথ। ঝুড়ি থেকে এক প্যাকেট বিস্কুট পেয়ে খুবই খুশি বৃদ্ধ। এভাবেই অসহায়-অভাবী ওক্ষুধার্ত মানুষের সেবা করে যাচ্ছেন সুব্রত নাথ ও তার স্ত্রী প্রিয়া নাথ। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁর চম্পক সরণি মোড়ে। ‘খুশির ঝুড়ি’ নিয়ে খোঁজ করতে গিয়ে জানা গেল, পশ্চিম পাড়ার বাসিন্দা দম্পতি সুব্রত নাথ। চম্পক সরণি মোড়ে তাদের একটি চায়ের দোকান রয়েছে। সেখানে ঝুড়িতে খাদ্যসামগ্রী রাখেন তিনি। কোনোক্ষুধার্ত, পথচারী, কিংবা ভবঘুরে দোকানে এসে চা চাইলে তাদের বিনা পয়সায় ওই ঝুড়ি থেকে খাবার তুলে দেন। অনেকেই সেখানে এসে দাঁড়িয়ে থাকলেও মুখ ফুটে খিদের কথা বলতে পারেন না। তাদের মুখ দেখেই বুঝে নেন সুব্রত। ঝুড়ি থেকে খাবার তুলে দেন। সবই বিনামূল্যে। এভাবে দিনে অন্তত ২০ জনক্ষুধার্ত মানুষের পেট ভরিয়ে থাকেন সুব্রত ও প্রিয়া। সংবাদ প্রতিদিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ