Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সু চির মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি-কে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুতের পরই সু চি’কে বন্দি করেছে জান্তা সরকার। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন সু চি’কে গ্রেফতার, আটক এবং শাস্তি মিয়ানমারে ন্যায়বিচার ও আইনের শাসনের অবমাননা। শুধু সুচিকেই নয়, অন্যায়ভাবে যে সকল নির্বাচিত নেতাদের আটকে রাখা হয়েছে তাদের সকলের মুক্তির আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের গণতন্ত্র ফিরিয়ে আনার ওপরও জোর দেন নেড প্রাইস। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে মিয়ানমারের জনগণ আর একটি দিনও সামরিক শাসনের অধীনে থাকতে চায় না। এক্ষেত্রে দেশটির জনগণকে আমরা সর্বোচ্চ সমর্থন দিয়ে যাবো। গত সোমবার দুটি মামলায় অং সান সু চি’কে আরও ৪ বছরের সাজা প্রদান করেছে জান্তা আদালত। এরমধ্যে অবৈধভাবে ওয়াকি টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। এর আগে আরও দুটি মামলা ৪ বছরের সাজা ঘোষণা করা হলে দুই বছরের শাস্তি মওকুফ করে দেন জান্তা সরকারের প্রধান মিং অন হ্লাইং। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে সু চি›কে সরিয়ে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। সামরিক শাসনের প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার চার শতাধিক মানুষ। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ