মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে মঙ্গলবার এই পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন। ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে দাবি তাদের। এনিয়ে তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি সময় শত্রুর চোখ ফাঁকি দিতে পারে। এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এক সপ্তাহের মধ্যে। নববর্ষের ভাষণে কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পরই এই পরীক্ষা চালানো হয়। মঙ্গলবারের পরীক্ষাটি শনাক্ত করে দক্ষিণ কোরিয়া এবং জাপান। দেশ দুইটি জানায় ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া থেকে সমুদ্রে ছোড়া হয়েছে। পরে কেসিএনএ জানায় এটি ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এর আগে গত ৫ জানুয়ারি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফলতার দাবি করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ এই পরীক্ষার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায়। হাইপারসনিক অস্ত্র সাধারণত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম উচ্চতা দিয়ে ওড়ে। ঘণ্টায় এটি ছয় হাজার দুইশ’ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।