Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেহাল রাস্তা নিয়ে কাশ্মীরি শিশুর ভিডিও ভাইরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ছোট্ট এক কাশ্মীরি মেয়ের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে খারাপ রাস্তার কারণে আত্মীয়স্বজন বেড়াতে আসতে পারে না বলে অভিযোগ জানিয়েছে শিশুটি। ভিডিওতে দেখা যায়, এতে অনেকটা সংবাদ প্রতিবেদনের মতো করে রাস্তার খারাপ অবস্থার কথা তুলে ধরা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ভিডিও ধারণকারীকে মেয়েটি ‘মা’ বলে সম্বোধন করছে, এমনটি শোনা গেছে। কথা বলার সময় রাস্তার গর্তের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোরও নির্দেশনা দেয় শিশুটি। মোবাইল ফোনে ধারণ করা ২ মিনিট ৮ সেকেন্ডের বার্তাটিতে কাদা ও বৃষ্টি কীভাবে রাস্তাঘাটের পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে তা বর্ণনা করে মেয়েটি। এর পাশাপাশি প্রতিবেশিরা কীভাবে রাস্তা ময়লা করছে তাও তুলে ধরেন ঐ ছোট প্রতিবেদন। ভিডিওর শেষে এসে সবাইকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে বলে প্রতিশ্রুতিও দেয় সে। প্রকাশিত হওয়ার পর থেকেই ভিডিওটি নেটিজেনদের প্রশংসার বন্যায় ভাসছে। তবে তাৎক্ষণিকভাবে মেয়েটির নাম ও ভিডিও ধারণের স্থান নিশ্চিত হওয়া যায়নি। কাশ্মীর উপত্যকায় সম্প্রতি প্রবল তুষারপাত ও বৃষ্টি হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলো থেকে জানা গেছে। কাশ্মীর উপত্যকায় শিশুদের ভিডিও বার্তার মাধ্যমে কর্তৃপক্ষের নজর টানার ক্ষেত্রে এটিই প্রথম ঘটনা নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ