Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিজিতে ঘূর্ণিঝড়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ফিজিতে তীব্র ঘূর্ণিঝড়ে এনার্জি ফিজি লিমিটেড (ইএফএল)-এর অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে দেশের প্রধান দ্বীপ ভিটি লেভুর পশ্চিমাংশে ও সেন্ট্রাল ডিভিশনের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ইএফএল-এর প্রধান নির্বাহী হাসমুখ প্যাটেল মঙ্গলবার বলেছেন, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের ফলে ভারী বর্ষণ ও বন্যায় অবকাঠামোর ক্ষতি সাধিত হয়। প্যাটেল বলেন, কিছু কিছু পড়ে যাওয়া লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ রয়েছে। দুর্ঘটনা ও মৃত্যু এড়াতে নাগরিকদেরকে এসব লাইন থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস থেকে স্কুলগুলো পুনরায় খোলার ছাড়পত্র না দেওয়া পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৮টি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে সেগুলোকে দূষণমুক্ত করতে হবে। ফিজির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ভানুয়া লেভু অঞ্চলের লাবাসার কিছু অংশ প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে। জাতীয় আবহাওয়া অফিস উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং সেখানে এখনো আরো বন্যার আশঙ্কা রয়েছে। এদিকে, ভিটি লেভুর পশ্চিমাঞ্চলে ফিজির তৃতীয় বৃহত্তম নাদির নগরীর বেশিরভাগ দোকান মঙ্গলবার বন্ধ ছিল। নাদির চেম্বার অফ কমার্সের সভাপতি রাম রাজু বলেন, শহরে থাকা কয়েকজন দোকান মালিকরা কাদা ও ধ্বংসস্তুপ পরিষ্কার করছেন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ