Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিমের স্বামী করেনায় আক্রান্ত: হানিমুন যাওয়া হয়নি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

গত ৪ জানুয়ারি বিয়ের পর গত ১১ জানুয়ারি মালদ্বীপে ৪ দিনের জন্য হানিমুনে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা মিম ও তার স্বামী সনি পোদ্দারের। সেখান থেকে ফিরে ১৫ জানুয়ারি সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন। তবে এই দুই পরিকল্পনাই স্থগিত করেছেন মিম। তার স্বামী সনি করোনায় আক্রান্ত হওয়ায় পরিকল্পনা ভেস্তে গেছে। মিম জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়ায় সবারই করোনা পরীক্ষা করানো হয়। এরমধ্যে অনেকের কোভিড রেজাল্ট পজিটিভ এসেছে। গত ৯ জানুয়ারি করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়ে জানতে পারেন, মিমের বর সনি পোদ্দার করোনা পজিটিভ। মিম জানান, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। এ অবস্থায় হানিমুন ও সংবাদ সম্মেলন বাতিল করতে হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করেনায় আক্রান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ