Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসবলে অনলাইনে জাপানি প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৭:৪৯ পিএম | আপডেট : ৮:০০ পিএম, ১২ জানুয়ারি, ২০২২

বাংলাদেশ বেসবলের পাশে এসে দাঁড়িয়েছে জাপানের শীর্ষ পেশাদার ক্লাব ইওমরি জায়ান্টস। টোকিও অলিম্পিক গেমসে স্বর্ণপদক জেতা জাপানের বেশ ক’জন খেলোয়াড় রয়েছেন এই ক্লাবে। জাপান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় বেসবল দলকে অনলাইন ট্রেনিং দেবে জাপানের ইওমরি জায়ান্টস ক্লাব। ঢাকার মিরপুরের ১৪ নম্বরস্থ পিওএম পুলিশ লাইন্স মাঠে এই অনলাইন ট্রেনিং অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ জাতীয় দলের অন্তত ৩০ জন খেলোয়াড় এই অনুশীলনে থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ জাপানের রাষ্ট্রদূত মি. নাওকি ইতো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ