Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নিরাপত্তা নীতি : আগামী ১০০ বছর ভারতের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৭:৩৫ পিএম

আগামী ১০০ বছর ভারতের সঙ্গে কোনও শত্রুতা চায় না পাকিস্তান। আগামী শুক্রবার (১৪ জানুয়ারি) পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা নীতিতে এমনই ঘোষণা আসতে যাচ্ছে বলে জানা গেছে।
১০০ পৃষ্ঠার এই পলিসিতে ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথা বলা হয়েছে। এই পলিসির ফলে কাশ্মীর সমস্যার চূড়ান্ত নিষ্পত্তি ছাড়াই ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্কের দরজা উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনে এ বিষয় সম্পর্কে জানেন দেশটির এমন একজন সরকারি কর্মকর্তা বলেছেন, আগামী ১০০ বছর ভারতের সঙ্গে আমরা কোনও শত্রুতা চাই না। নতুন এই পলিসিতে নিকট প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপনের নীতি রয়েছে। যদি এ বিষয়ে কোনও আলোচনা বা অগ্রগতি হয় তাহলে ভারতের সঙ্গে আগের মতো ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে।
তিনি বলেন, শুধুমাত্র জাতীয় নিরাপত্তা নীতির একটি অংশ জনসমক্ষে প্রকাশ করা হবে। তবে তিনি বলেছেন, বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিককরণ দুই পারমাণবিক সশস্ত্র প্রতিবেশীর মধ্যে আলোচনায় অগ্রগতি অর্জনের ওপর নির্ভরশীল।
পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা নীতির কেন্দ্রীয় থিম হবে অর্থনৈতিক নিরাপত্তা। কিন্তু ভূ-অর্থনীতির মানে এই নয় যে আমরা আমাদের ভূ-কৌশলগত এবং ভূ-রাজনৈতিক স্বার্থকে উপেক্ষা করছি, বলেন তিনি।
এই কর্মকর্তা আরও বলেছেন, বর্তমান মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনও সম্ভাবনা পাকিস্তানের নেই।
পাকিস্তানি ওই কর্মকর্তা বলেছেন, জাতীয় নিরাপত্তা পলিসির মূলে থাকবে অর্থনৈতিক নিরাপত্তা। একই রকমভাবে এতে থাকবে অর্থনৈতিক কূটনীতি এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থা। এটাই হবে পাকিস্তানের পররাষ্ট্রনীতি। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন



 

Show all comments
  • Nayeemul ১২ জানুয়ারি, ২০২২, ১১:২০ পিএম says : 0
    পাকিস্তান নীতি মেনে চলবে কিন্তু ভারত বিশ্বস্ত দেশ নয়। ভারত যে কোনো সময় প্রতিশ্রুতি ভঙ্গ করবে যেমনটি আগে করেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ