প্রতিশ্রুত ট্যাঙ্কের মাত্র এক চতুর্থাংশ ইউক্রেনকে দিচ্ছে পশ্চিমারা
ব্রিটেনের সানডে টাইমস রোববার জানিয়েছে, এপ্রিলের শুরুর মধ্যে ইউক্রেন পশ্চিম-প্রতিশ্রুত ট্যাঙ্কগুলোর এক চতুর্থাংশের কম পাবে। এতে
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। আজ বুধবার মোগাদিসু বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তায় এ ঘটনা ঘটে।
নিজস্ব ফটোগ্রাফারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মোগাদিসুর বিমানবন্দরে যাওয়ার রাস্তায় এ বিস্ফোরণ হয়। এতে চারটি গাড়ি ও দুটি মোটরচালিত রিকশা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মারা যায় চারজন। তবে বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আহমেদ নূর নামের স্থানীয় এক দোকানদার রয়টার্সকে জানান, তিনি অন্তত পাঁচটি মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।