আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চুপচাপ থাকেন। কথাও কম বলেন। নিজের স্বাভাবিক খেলাটা খেলে যান। আর ছোটখাটো গড়নের মানুষ হওয়ায় তাকেই উল্টো ফাউল করা হয় বেশিরভাগ সময়। প্রতিপক্ষ খেলোয়াড়দের কাছে কটু কথাও শুনতে হয় তাকেই৷
তবে মেসিকেই উল্টো প্রতারক খেলোয়াড় বলছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলররক্ষক দুদেক। সম্প্রতি নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন সেখানেই, তিনি বলেছেন মেসি না-কি অভদ্র!
রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক লিখেছেন, ‘মেসি একজন প্রতারক ও উসকানিদাতা। একই ব্যাপার বার্সেলোনা ও পেপ গার্দিওলার ক্ষেত্রেও। তারা আপনাকে উত্তেজিত করে ফেলবে এবং সেটা খুবই দক্ষতার সঙ্গেও করবে। এটা হোসে মরিনিও এবং পুরো দলকে কষ্ট দিয়েছে।’
মেসিকে নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে দুদেক লিখেছেন, ‘আমি মেসিকে অনেক অসভ্য জিনিস বলতে শুনেছি। পেপে ও রামোসকে সে এমন কিছু বলতো, আপনি মেসির মতো চুপচাপ থাকা একজন এসব বলতে পারে সেটা বিশ্বাসও করবেন না।’
তবে দুদেকের আত্মজীবনীতে মেসির সম্পর্কে যা লেখা হয়েছে তা কতটুকু সত্য এটা জানা যায়নি।