মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাজাখস্তানে বিক্ষোভ দমনে সাহায্য করার পর রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও শান্তিরক্ষী বাহিনী আগামীকাল বৃহস্পতিবার থেকে সেদেশ ত্যাগ করতে শুরু করবে। এদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ দেশটিতে নতুন প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। গতকাল মঙ্গলবার সাবেক উপ-প্রধানমন্ত্রী আলীখান ইসমাইলভকে এ মনোনয়ন দেন তিনি। কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ রুশ সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি সংসদকে জানিয়েছেন, ১০ দিনের মধ্যে এই প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে।
গত সপ্তাহে কাজাখস্তানের বিক্ষোভকে তিনি ‘বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীদের অভ্যুত্থান প্রচেষ্টা’ বলে বর্ণনা করেছেন। তবে বিবিসির একজন সংবাদদাতা বলছেন, এ বিক্ষোভ সম্ভবত শাসকদলের মধ্যে ক্ষমতার মধ্যে দ্বন্দ্বের ফসল। কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে জড়িত প্রায় ১০ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি খবর দিচ্ছে, তেল-সমৃদ্ধ এই দেশটিতে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিয়েছে প্রশাসনের একেবারে শীর্ষে- যেখানে প্রাধান্য বজায় রেখেছে সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভের নিয়োগ করা লোকজন। নজরবায়েভ ২০১৯ সালে পদত্যাগ করলেও সংবিধান মোতাবেক তিনি এখনো ‘জাতির নেতা’।
তোকায়েভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদে ভাষণ দেয়ার সময় নজরবায়েভর এমন সমালোচনা করেছেন - যা অনেককেই অবাক করেছে। যদিও তার উত্তরসূরি হিসেবে নজরবায়েভ একসময় তোকায়েভকেই মনোনীত করেছিলেন।
নতুন প্রধানমন্ত্রী হওয়া ৪৯ বছর বয়সী ইসমাইলভ এর আগে তোকায়েভের বরখাস্ত করা আসকার মামিনের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কাজাখ প্রেসিডেন্টের মনোনয়নের পরপরই পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যদের আস্থাভোটে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন আলীখান ইসমাইলভ। সূত্র : বিবিসি ও আলজাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।