Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

উইন্ডিজ-আয়ারল্যান্ড ওয়ানডে স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম


আয়ারল্যান্ড দলে চোট সমস্যা ও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের দ্বিতীয় ওয়ানডে। পরিস্থিতি জটিল হয়ে উঠলেও সিরিজের বাকি অংশ সম্পন্ন করার ‘সব সম্ভাবনা’ খতিয়ে দেখছে দুই দেশের বোর্ড। প্রাথমিক সূচিতে গতকালই মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তার আগের দিন রাতে এক যৌথ বিবৃতিতে ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্রিকেট আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। এই সিরিজ শেষে দুই দলের একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী দুই দিনের মধ্যে সিরিজের ভবিষ্যৎ নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ