মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি ও পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
দুই পক্ষই সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে। সম্পর্ক ঘনিষ্ঠ করতেও আগ্রহ দেখিয়েছেন দুই দেশের নেতারা।
দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যুতে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দুই দফা বৈঠক হয়েছে। এ সময় তিনি আর্থ-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পুঁজিবিনিয়োগ বাড়ানোর কথা বলেন।
এর আগে আমির আব্দুল্লাহিয়ান কাতারের রাজধানী দোহায় পৌঁছেই সাংবাদিকদের বলেছেন, তিনি দোহা অবস্থানকালে দেশটির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতবিনিময় হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমান সফর শেষে আজ কাতারে পৌঁছান। কাতারের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।