মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি আমেরিকাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক আখ্যা দিয়েছেন। একইসঙ্গে তিনি ওয়াশিংটনকে সারা বিশ্বের নিরাপত্তাহীনতার প্রধান উৎস বলে মন্তব্য করেন।
আজ (মঙ্গলবার) কেরমান শহরে বক্তৃতাকালে জেনারেল শেকারচি বলেন, অপরাধী মার্কিন সরকার সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানিকে নির্লজ্জভাবে হত্যার মাধ্যমে বিশ্বের সামনে তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে।
শেখারচি বলেন, "আমেরিকা হচ্ছে সন্ত্রাসী-লালনকারী বিশ্বের প্রধান দেশ এবং নিপীড়িত লোকজনের সম্পত্তি লুণ্ঠনকারী। বিশ্বের প্রতিটি সন্ত্রাসী ঘটনার সঙ্গে আমেরিকা জড়িত।”
শেখারচি আরো বলেন, জেনারেল সোলাইমানি শত্রুর সামনে যেমন দৃঢ়, সাহসী এবং অজেয় ছিলেন, তেমনি জনগণের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন।
২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে শহীদ করে। এ হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসসহ অন্য সঙ্গীরা শহীদ হন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।