Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদল অপহরণকারী এক স্কুলছাত্রী (১৫)-কে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের দুই দিন পার হয়ে গেলেও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকা এলাকা থেকে অপহরণ করা হয়। অপহৃতা স্কুলছাত্রী জাঙ্গীর দেওয়ান বাড়ি এলাকার সাজেদুল করিমের মেয়ে। সাজেদুল করিম অভিযোগ করে জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। পার্শ্ববর্তী জাঙ্গীর এলাকার সেরাজল মোল্লার ছেলে রাজু মোল্লা প্রায় সময়ই স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে রাজু তাকে অপহরণ করার হুমকি দিত। গত বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে আসার পথে রাজু মোল্লাসহ সহযোগী মোবারক হোসেন মোল্লা, শাকিল মোল্লা, শিমুল মোল্লা ও ইমু মোল্লাসহ ২/৩ জনের একদল সাদা মাইক্রোবাস যোগে এসে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের বিষয়টি অভিযুক্তদের পরিবারকে জানালে তারা উল্টো এ বিষয়ে বারাবারি করতে নিষেধ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। আর বিয়ে দিতে রাজি না হওয়ায় সাজেদুল করিমকে হুমকি-ধামকি ও অপমান করে তারিয়ে দেয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এটি আসলে প্রেমঘটিত ব্যাপার। থানায় যেহেতু অভিযোগ দিয়েছেন, স্কুলছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) ইসমাইর হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত মোতাবেক আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ