Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সুষম উন্নয়নে জাগো সিরাজগঞ্জবাসী এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে গত শুক্রবার বিকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় দীর্ঘ ৪ কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহবানে শহরের ইয়াং স্টার ক্লাব ও যমুনা সততা সংঘের সহযোগিতায় আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে শহর এলাকার হাজার হাজার নারী পুরুষ শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্থভাবে অংশ গ্রহণ করে। সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ এলাকায় নৌবন্দর স্থাপন, পর্যটন মোটেল নির্মান, সিরাজগঞ্জ-বগুড়া সরাসরি রেললাইন স্থাপনসহ ১০ দফা দাবী বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে প্রায় দেড়ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডাঃ জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আবু বকর ভুইয়া, আসাদ উদ্দিন পবলু, নব কুমার কর্মকার ও কাউন্সিলর বেলাল হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দশ দফা দাবিতে মানববন্ধন

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ