Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবলীগ নেতা স্বপন হত্যাকান্ড : প্রধান আসামি রবিন গ্রেফতার

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
যুবলীগ নেতা তারেকুর রহমান স্বপন (২৬) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মোঃ রবিন (২৫) কে গতকাল শনিবার পুলিশ গ্রেফতার করেছে। স্বপন হত্যার এক বছর পর পলাতক রবিনকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২৬ অক্টোবর তারিখ সকালে ছাত্রলীগ নেতা রবিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী যুবলীগ নেতা তারেকুর রহমান স্বপনকে নিজ বসতঘরে অতর্কিত হামলা করে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হয়। হত্যাকান্ডের পর থেকে রবিন পলাতক ছিল। গতকাল শনিবার ভোরে তার ছয়ানী টবগা গ্রামে রবিনকে দেখে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ রবিনকে জেলা হাজতে প্রেরণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ নেতা স্বপন হত্যাকান্ড : প্রধান আসামি রবিন গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ