Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে পরীমনির বিয়ে-অনাগত সন্তান

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৮:৫৭ পিএম

মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। আর তার সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ। সোমবার পরীমনি ও রাজ নিজেরাই বিষয়টি জানিয়েছেন। এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার শীর্ষে পরীমনির বিয়ে ও তার অনাগত সন্তান।

জানা গেছে, গুনী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিতব্য চলচ্চিত্র ‘গুনিন’-এর সেটে তাঁদের পরিচয় ও প্রেম। অতঃপর তাঁদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা।

সম্প্রতি নানা কারণে আলোচনায় থাকা অভিনেত্রী পরীমনির এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই ফেইসবুকে এই নবদম্পতি ও তাদের অনাগত সন্তানকে শুভ কামনা জানাচ্ছেন। আবার কেউ কেউ সমালোচনাও করছেন তাদের।

এ প্রসঙ্গে সালমান জামান ফেইসবুকে লিখেছেন, ‘প্রিয় অভিনেত্রী পরীমনি মা হতে যাচ্ছেন। বাবা হচ্ছেন বর্তমানে ওটিটি প্লাটফর্মগুলোর জনপ্রিয় মুখ শরিফুল রাজ। মা ও অনাগত সন্তানের জন্য শুভ কামনা।’

দোলন নাহার ঝুমু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! পরীমনি, অনেক ভালো লাগলো খবরটা শুনে। আল্লাহ তোমায় হেফাজত করুন।’

অভিনেতা শরীফুল রাজ প্রসঙ্গে সাইয়েদ আহমেদ লিখেছেন, ‘শরিফুল রাজ অনেক পছন্দের একজন অভিনেতা। তবে তারে আরও ক্লাসি ভাবাতাম এক সময়। বেড ডিসিশন!’

এক সাক্ষৎকারে পরীমনি বলেছেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর রাজ তাকে অনেক সাপোর্ট দিয়েছেন। এ বিষয়ে রাহে জান্নাত লিখেছেন, ‘অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই রাজকে। পরীমনিকে এভাবে মানসিক ও শারীরিকভাবে সাপোর্ট করার জন্য।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটাকে পরীমনির পঞ্চম বিয়ে দাবি করে তার সমালোচনা করছেন।

ডা. জাহিদুল ইসলামের অনুরোধ, ‘পরীমনির জন্য শুভাশিষ ও দোয়া রইল। সকলের কাছে অনুরোধ নেগেটিভ মন্তব্য করা থেকে বিরত থাকুন। পরীমনিকে কন্যা, বোন কিংবা মায়ের জাতি মনে করে তার অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’

এদিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের নাম ঠিক করে রেখেছেন পরীমনি। মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমকে বিয়ে এবং সন্তানের নাম ঠিক করে রাখার বিষয়ে জানান পরীমনি। তিনি জানিয়েছেন কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীমনি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ