বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রায় ১ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১২টার দিকে খড়িয়ালা ও মৈশার গ্রামের কয়েকশ’ দাঙ্গাবাজ রামদা, চাইনিজ কুড়াল, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষকারী এক সময় ঢাকা-সিলেট মহাসড়কের উপর দু’পাশে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কের উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা পর মহাসড়ক থেকে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়। পরে সংঘর্ষ গ্রামের ভেতর ছড়িয়ে পড়ে। পুলিশ প্রায় দেড় শতাধিক রাবার বুলেট ও কাঁদানো গ্যাস ছুড়ে এবং ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।