Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জেলহাজতে ২, কাজী পলাতক : চরফ্যাশনে ভুয়া সনদে বাল্যবিয়ের হিড়িক

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা
ভোলার চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নে ভুয়া ও জাল জন্ম নিবন্ধন সনদ দিয়ে অক্টোবর মাসে প্রায় অর্ধশতাধিক বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে বলে উপজেলা প্রশাসন, থানা, কোষ্ট্র ট্রাস্ট আইনি সহায়তা কেন্দ্র, স্কুল ও মাদ্রসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা নিশ্চিত করেছেন। চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফাতেমা, রোল-৩১ কে গত বৃহস্পতিবার দিন বিয়ে হওয়ার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সিকদার ফাতেমার ফুফাতো ভাই ইব্রাহিম কাজী, চাচা মিজান ও ইউসুফ, ভাবী রাজিয়া বেগমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনোয়ার হোসেন রাতে ইব্রাহিম কাজী ও মিজানকে ১৫ দিনের জন্য জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া ইউসুফ ও রাজিয়াকে ১ হাজার টাকা করে অর্থদ- করেন মুক্তি দেন। এদিকে বৃহস্পতিবার নজরুল নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মালেক ডুবাইর মেয়ে নবম শ্রেণির ছাত্রী আন্জুর হাট মাঝের চর ফাযিল মাদ্রাসার ছাত্রী ভুয়া জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে বিবাহ রেজিস্ট্রি করেছে। চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রসার নবম শ্রেণির ছাত্রী নাহার, রোল-৩৫ সাম্প্রতিক ভুয়া জন্ম নিবন্ধন কার্ড দেখিয়ে বিয়ে সম্পন্ন করেছে। শশীভূষণ থানার চৌমুহনী বাজার জোর মসজিদ সংলগ্ন সেলিম মেস্তরীর মেয়ে আনজুর হাট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নাছিমা বেগম ২৬ অক্টোবর বধূ সেজে শ্বশুরবাড়ির সংসারের হাল ধরেছে। চরফ্যাশন উপজেলার ৩ থানার অফিসার ইনচার্জরা জানান, এসকল বিয়েগুলো কাবিন করার আগে স্কুলের সকল প্রকার কাগজপত্র গোপন করে ইউনিয়ন পরিষদ থেকে নতুন করে জন্ম নিবন্ধন দেখিয়ে কাবিন করেন। অপরদিকে অনেকে কাবিন না করে বিয়ের কাজ সম্পন্ন করে। চরমানিকা ইউনিয়নের কাজীর রাইটার ফারুকের সাথে ফোনে আলাপ করলে তিনি বলেন, আমি জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী কাবিন রেজিস্ট্রি করেছি। এ সংবাদ লেখা পর্যন্ত কাজী মো. ফারুক পলাতক রয়েছে বলে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সিদকার জানিয়েছেন। এদিকে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্যে ইউনিয়নে, পাড়ায় ও প্রতিষ্ঠানে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে। এই বিষয়ে কোন রাজনীতিক বা কোন সমাজিক ব্যক্তির তদ্বীর না করার জন্যে প্রশাসন অনুরোধ জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ