Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত হলেন আরিফুল ইসলাম সরদার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৬:২৫ পিএম | আপডেট : ৮:০৪ পিএম, ১১ জানুয়ারি, ২০২২

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নিয়োগপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পে দায়িত্ব পালনের লক্ষ্যে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার (১০ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মো. আরিফুল ইসলাম সরদার।

এর আগে গত ০৬ জানুয়ারি প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সাভির্সের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নিয়োগপূর্বক আশ্রয়ণ প্রকল্পে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হলো।

আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আরিফুল ইসলাম সরদার এর আগে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। সেখানে থাকাকালীন তিনি চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। পরে তিনি কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ