Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৬:১৬ পিএম

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদোর সঙ্গে ফোনালাপ করেন।

আলাপকালে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মহামারী সত্ত্বেও চীন-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে। দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সংলাপব্যবস্থার মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি খাতে যোগাযোগ জোরদার হয়েছে।

তিনি বলেন, ইন্দোনেশিয়ার সাথে টিকার উৎপাদন ও গবেষণাসহ স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক চীন। তা ছাড়া, ‘এক অঞ্চল, এক পথ’ কাঠামোতে ইন্দোনেশিয়ার সাথে আঞ্চলিক অর্থনৈতিক করিডোর, নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, ইত্যাদি ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করতে চায় বেইজিং।

তিনি আরও বলেন, আঞ্চলিক অর্থনীতির পুনরুদ্ধার, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, ইত্যাদি ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সাথে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ