মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শরীরে যতটা অংশ চোখে পড়ে, কেবলই বিচিত্র সব ট্যাটু। পাজল বা জ্যামিতিক নকশা লেগে আছে চোখে মুখে গালে। এমন সব ট্যাটু, যার দরুণ এক যুবককে সুন্দর দেখতে তো লাগছেই না, বরং বলতে গেলে তাকে অদ্ভূতদর্শন করে তুলেছে।
এই কাণ্ড ঘটিয়েছেন জার্মানির ওরে পর্বতের ২৮ বছর বয়সী ওই যুবক পেশায় একজন বডি মডিফিকেশন শিল্পী। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি ‘ব্ল্যাক ডিপ্রেশন’ নামে পরিচিত। নিজেকে ‘যতটা সম্ভব অমানবিক’ দেখতে চান তিনি এবং এর জন্য ১২ হাজার ৫০০ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় সাড়ে ১৪ লাখ টাকারও বেশি) খরচ করেছেন। তিনি তার মুখে জিগস পাজলের মতো দেখতে ট্যাটু করেছেন, কানের কার্টিলেজের অংশগুলো কেটে ফেলেছেন। কিন্তু এখানেই তো শেষ নয়। অদ্ভুতদর্শন হয়ে উঠতে গিয়ে এই যুবক যা করেছেন, শুনলে চোখ কপালে উঠবে। কান ও নাক দুটোকেই বিকৃত করেছেন। টাইটেনিয়াম দিয়ে দাঁতের সারি বদলে ফেলেছেন কায়দা করে। এমনকী রং করেছেন চোখের মণিতেও।
অবশ্য, সাধারণ মানুষের কাছে যা অস্বস্তিকর আজব শখ বলে মনে হতে পারে, যুবকের কাছে তা আসলে শিল্প। তিনি বলছেন, এ হল বডি মডিফিকেশন আর্ট। আর এরকম শিল্প সত্যিই আছে। এবং সেখানে যাবতীয় কারিকুরির জায়গা হচ্ছে শরীর। অর্থাত মানুষের শরীরই হল এই ধরনের শিল্পীদের কাছে ক্যানভাস। তবে এই যুবক সেই শিল্পকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন বলাই যায়। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।