Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হাসিমুখে গলায় জুতার মালা পড়লেন ভারতের এক জেলা শিক্ষা অফিসার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৯:১৩ পিএম | আপডেট : ৯:২২ পিএম, ১০ জানুয়ারি, ২০২২

জেলা শিক্ষা অফিসার, শিক্ষাদীক্ষা জ্ঞানগরিমায় অনেক ঊর্ধ্বে। ঊর্ধ্বে তার সম্মান তথা আত্মসম্মানের লেভেল। কিন্তু আনুষ্ঠানিকতার মাধ্যমে বা ভরা মজলিসে সেই কর্মকর্তার গলায় যদি জুতার মালা পড়ে, কেমন হবে? একবার ভাবুন তো! ঠিক এমনটাই ঘটেছে। বিষয়টি টের পাওয়ার আগ পর্যন্ত তিনি হাসিমুখে ছবি তুলে যাচ্ছিলেন। কিন্তু তারপর…! খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

ঘটনাটি ভারতের। অভিযোগ- এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমলে না নিয়ে এমন অপদস্থ হতে হলো ভারতের লুধিয়ানায় জেলা শিক্ষা অফিসে শুক্রবার এই ঘটনা ঘটে । লাখবীর সিং নামে ওই জেলা শিক্ষা কর্মকর্তা এই ঘটনার পর পুলিশে অভিযোগ করেছেন।

খবরে বলা হয়, অভিভাবক অ্যাসোশিয়েশনের প্রেসিডেন্ট রাজিনদর ঘাই জানান, এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আমলে না নেওয়ায় প্রতিবাদ হিসেবে তারা এইভাবে প্রতিবাদ জানিয়েছেন। এদিকে, পুলিশের কাছে অভিযোগে লাখবীর সিং বলেন, অভিভাবক অ্যাসোশিয়েশনের কয়েকজন সদস্য এসে তাকে সম্মাননা দিতে চান। প্রথমে অভিভাবক অ্যাসোশিয়েশনের সদস্যরা ফুলের মালা পরিয়ে দেন। এর পর ছবি তোলার জন্য দাঁড়ালে তারা ফুলের মালা পরানোর মধ্যেই হঠাৎ একটি জুতার মালা বের করে তার গলায় পরিয়ে দেন। অবশ্য বিষয়টি প্রথমে তিনি বুঝতেই পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ