Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইয়ের কোদালের আঘাতে আহত ভাইয়ের মৃত্যু

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে বড় ভাইয়ের কোদালের আঘাতে আহত ছোট ভাই আকতারুল ইসলাম (৩৪) মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আকতারুল ইসলাম উপজেলার খাজুর ইউনিয়নের রাংতোর গ্রামের খয়বর আলীর ছেলে। এ ঘটনায় নিহতের শ্বশুর আজহারুল ইসলাম বাদী হয়ে মহাদেবপুর থানায় হত্যা মামলা করেছেন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত আকতারুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন থেকে তাঁর বড় ভাই রইস উদ্দীনের এক বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩ ফেব্রæয়ারি সেই জমিতে বোরো আবাদের জন্য আকতারুল পানি সেচ দিতে গেলে বড় ভাই রইস উদ্দীন তাঁকে বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতাÐ শুরু হয়। একপর্যায়ে রইস উদ্দীন আকতারুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় আকতারুলকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আকতারুলের অবস্থা আশঙ্কাজনক হওযায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। সেখানে দীর্ঘ নয় দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সকাল ১০টার দিকে আকতারুল মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাইয়ের কোদালের আঘাতে আহত ভাইয়ের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ