Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৬:৪৩ পিএম

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং করোনা আক্রান্ত হয়েছেন। আজ সোমবার বিকেলে এক টুইটে রাজনাথ তার করোনা পজেটিভ হওয়ার খবর জানান। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে (নিঃসঙ্গবাস) রয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেই করোনা শনাক্ত হওয়ার বিষয়টি এক টুইট বার্তায় জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মৃদু লক্ষণ নিয়ে করোনা পজিটিভ হয়েছি। আমি হোম কোয়ারেন্টিনে আছি। যারা সম্প্রতি আমার কাছাকাছি এসেছেন, তাদের আমি অনুরোধ করবো তারা যেন নিজেদের নিঃসঙ্গ (আইসোলেটেড) করে ফেলেন এবং করোনা টেস্ট করান।’
উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন। এ পর্যন্ত ভারতে মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৪২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ১৭২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ