Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনেভা বৈঠকের আগে রাশিয়ার হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৪:৪৯ পিএম

সোমবার জেনেভায় ন্যাটোর সদস্যদের সঙ্গে বৈঠকে বসার কথা রাশিয়ার। তার আগে আমেরিকাকে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেন নিয়ে দীর্ঘ দিন ধরে ন্যাটো, জাতিসংঘ এবং আমেরিকার সঙ্গে বিতর্ক চলছে রাশিয়ার। অভিযোগ, রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে। যুদ্ধের আবহ তৈরি করে রেখেছে। এই পরিস্থিতিতে ন্যাটো, জাতিসংঘ এবং আমেরিকা ইউক্রেনকে সমর্থন করছে। রাশিয়াকে দ্রুত সেনা সরিয়ে নেয়ার কথা জানানো হয়েছে। কিন্তু রাশিয়া তা মানতে রাজি নয়।

সোমবার জেনেভা বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হওয়ার কথা। জেনেভায় আমেরিকার সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক আলোচনারও কথা আছে। তার ঠিক আগে আমেরিকাকে রাশিয়া চাপে ফেলার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোববার রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সারজেই রাবকভ বলেছেন, জেনেভায় ইউক্রেন সমস্যার সমাধান হবে বলে তারা মনে করছেন না। কারণ, আমেরিকা আগেই অনেকগুলি পূর্বশর্ত চাপিয়ে দিয়েছে। যা মেনে নেয়া রাশিয়ার পক্ষে সম্ভব নয়। রাশিয়া দেশের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে নাক গলাতে দেবে না।

বস্তুত, ইউক্রেন নিয়ে এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একাধিকবার কথা হয়েছে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিতর্কও হয়েছে। তবে দুইজনেই বলেছেন, আলোচনার মাধ্যমেই তারা সমাধানের রাস্তা খুঁজছেন।

এদিকে আমেরিকাসহ ইউরোপের একাধিক দেশ ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে চাইছে। ইউক্রেনের দীর্ঘদিনের দাবি এটি। রাশিয়া বরাবর এ বিষয়ে ভেটো দিয়ে আসছে। সোমবারের বৈঠকে এ বিষয়েও তীব্র বিতর্ক হতে পারে বলে মনে করা হচ্ছে। বস্তুত, রাশিয়া জানিয়ে রেখেছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিলে তার ফলাফল ভালো হবে না।

এদিকে আমেরিকা জানিয়ে রেখেছে, রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা না সরালে তারাও কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়ার শর্তের সামনে আমেরিকা মাথা নত করবে না। এই পরিস্থিতিতে সোমবারের বৈঠক কোন পথে যায়, সে দিকে নজর কূটনৈতিক বিশেষজ্ঞদের। সূত্র: রয়টার্স, ইন্টারফ্যাক্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ