বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নগরীতে গ্রেপ্তার এক যুবক আগেও একাধিক শিশু ধর্ষণের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। গতকাল (শুক্রবার) দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে বেলাল হোসেন দফাদারকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। বেলাল পটুয়াখালি জেলার কলাপাড়া থানার ডাবলুগঞ্জ গ্রামের দেলোয়ার হোসেন দফাদারের ছেলে। সে নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার মুক্তিযাদ্ধা মাস্টার কলোনির অস্থায়ী বাসিন্দা।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন বলেন, বৃহস্পতিবার বায়েজিদের টি বোর্ড এলাকা থেকে আট বছর বয়সী এক শিশু কন্যাকে লাকড়ি (কাঠ) দেয়ার কথা বলে ফুসলিয়ে সিআরবি এলাকায় নিয়ে আসে বেলাল। সেখানে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। এসময় স্থানীয়রা জড়ো হয়ে শিশুটিকে উদ্ধার করে কোতোয়ালী থানায় পৌঁছে দেয়। এই ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে বায়েজিদ থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান শুরু করে। পরে বেলালকে নগরীর সিআরবি এলাকা থেকে গ্রেপ্তার করে। ওসি মহসিন বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করে গত ৮ ফেব্রæয়ারি বায়েজিদ থানার আরেফিন নগর এলাকা থেকে নয় বছর বয়সী এক শিশু কন্যাকে অপহরণ করেছিল বেলাল। পরে চকবাজার থানার এম এম আলী সড়কের একটি বড় নালার ভেতরে নিয়ে ওই শিশুকে বেলাল ধর্ষণ করে। এই তথ্যের ভিত্তিতে আরেফিন নগরের ওই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এ ঘটনায় শিশুটির পরিবার বায়েজিদ থানায় একটি ধর্ষণের মামলা করেছে। ওসি মহসিন বলেন, গ্রেপ্তার বেলাল আগেও কয়েকজন শিশুকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে। সে একজন সিরিয়াল শিশু ধর্ষক। এ বিষয়ে অনুসন্ধান চলছে। বেলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মাদক আইনে একাধিক মামলা আছে। বেলাল এ পর্যন্ত চারটি বিয়ে করেছে বলে পুলিশ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।