বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিজ ইউনিয়নে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা দেওয়ার সুবিধা না থাকায় পাশের ইউনিয়নের ১২ মাইল পথ পাড়ি দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে হলো সাড়ে ৫০০ ছাত্র-ছাত্রীকে।
রোববার মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা টিকা গ্রহণ করেন।
ধলঘাটার প্রধান সড়ক গাড়ি চলাচলের অনুপযোগী হওয়ায় ধলঘাটায় পৌঁছাতে পারেনি ১২-১৮ বছরের শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া ফাইজারের টিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের টিকার আওতায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার। তার ধারাবাহিকতায় মহেশখালী উপজেলা ধলঘাটা ইউনিয়নের ধলঘাটা ইউনিয়নে ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৪৭ জন শিক্ষার্থী, ধলঘাটা বদরুল উলুম দাখিল মাদ্রাসার ১৪০ জন শিক্ষার্থী এবং মহুরীঘোনা মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ২৪৭ জন শিক্ষার্থী, মোট ৭৩৪ জন শিক্ষার্থীকে টিকার আওতায় এনে প্রায় সাড়ে ৫০০ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
আগামী সপ্তাহের মধ্যে বাকি আরও ২০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।