Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭৯ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

সেরা ফিল্ম ‘দ্য পাওয়ার অফ ডগ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৯:৩৭ এএম | আপডেট : ১০:০৯ এএম, ১০ জানুয়ারি, ২০২২

হলিউডের ২০২১ সালের ফিল্মগুলোর সম্মাননা আর স্বীকৃতির মৌসুম শুরু হল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এইচএফ পিএ) আয়োজনে ৭৯ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিয়ে। যুক্তরাষ্ট্রে রবিবার (৯ জানুয়ারি) আর বাংলাদেশ সময় সোমবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিল্টন হোটেলে সীমিত পরিসরে এবারের অনুষ্ঠান হয়েছে।

করোনা ভাইরাসের জন্যে বিশেষ সীমিত পরিস্থিতিতে এই বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড শো ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠিত হলো। ছিল না রেড কার্পেট। সীমিত সংখ্যক অতিথিদের সকলকেই কঠোর কোভিড-১৯ বিধি মেনে মাস্ক পরে থাকতে বলা হয়। বেশ কিছু সম্প্রচারকারী এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বয়কট করেছে। শীর্ষ অনেক শিল্পী ও নির্মাতাও ‘অনৈতিক আয়োজন’ অনুষ্ঠানে আসা থেকে বিরত রয়েছেন। তবু এইচএফ পিএ নিজেদের সিদ্ধান্ত বজায় রেখে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কার তালিকা ঘোষণা করেছে। এর আগে গায়ক স্নুপ ডগ এবং এইচএফ পিএ’র প্রেসিডেন্ট হেলেন হোয়েনে ১৩ ডিসেম্বর,২০২১ মনেনয়ন তালিকা ঘোষণা করেন।

এবারের গোল্ডেন গ্লোব আয়োজনে সর্বোচ্চ ৭টি করে মনোনয় পেয়েছে ‘বেলফাস্ট’ এবং ‘দ্য পাওয়ার অফ ডগ’। ‘দ্য পাওয়ার অফ ডগ’, ‘সাকসেশন’ এবং ‘ওয়েস্ট সাইড স্টোরি’ তিনটি করে গোল্ডেন গ্লোব পেয়েছে।

হলিউডের প্রধান দুই পুরস্কার অনুষ্ঠানের একটি গোল্ডেন গ্লোব দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে। অস্কারের এক ধরনের পূর্বাভাস হিসেবে গোল্ডেন গ্লোবকে গণ্য করা হয়। আসলেই তা ফলে কিনা জানবার জন্য এখন ২৭ মার্চ পর্যন্ত ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অপেক্ষায় থাকতে হবে।

এক নজরে ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম:

* সেরা সিনেমা (ড্রামা): ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’।

* সেরা পরিচালক (ড্রামা) : জেইন ক্যাম্পিয়ন (‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’)

* সেরা সিনেমা (মিউজিক্যাল/কমেডি): ‘ওয়েস্ট সাইড স্টোরি’।

* সেরা অভিনেত্রী- মোশন পিকচার (ড্রামা): নিকোল কিডম্যান (‘বিইং রিকার্ডোজ’

* সেরা অভিনেতা-মোশন পিকচার (ড্রামা):  উইল স্মিথ (‘কিং রিচার্ড’)

* সেরা অভিনেত্রী- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): রেচেল জেগলার (‘ওয়েস্ট সাইড স্টোরি’)

* সেরা অভিনেতা- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): অ্যান্ড্রু গারফিল্ড (‘টিক, টিক, বুম’)

* সেরা পার্শ্ব অভিনেত্রী (মোশন পিকচার্স): আরিয়ানা ডিবোস (‘ওয়েস্ট সাইড স্টোরি’)

* সেরা পার্শ্ব অভিনেতা (মোশন পিকচার্স): কোডি স্মিট-ম্যাকফি (‘দ্য পাওয়ার অফ ডগ’)

* মৌলিক যন্ত্রসঙ্গীত হান্স জিমার (‘ড্যুন’)।

* কণ্ঠসঙ্গীত : ‘নো টাইম টো ডাই (বিলি আইলিশ এবং ফিনিয়াস ও’কনেল, ‘নো টাইম টু ডাই’)

* সেরা পরিচালক (মোশান পিকচার): 

* সেরা চিত্রনাট্য: কেনেথ ব্র্যানা (‘বেলফাস্ট’)

* সেরা সিনেমা (অ্যানিমেটেড): ‘এনকান্তো’

* সেরা বিদেশি ভাষার সিনেমা: ‘ড্রাইভ মাই কার’ (জাপান)

* সেরা ড্রামা সিরিজ:  ‘সাকসেশান’।

* সেরা মিউজিক্যাল/কমেডি সিরিজ: হ্যাক্স’

* সেরা মিনিসিরিজ/টিভি ফিল্ম : ‘দ্য আন্ডারগ্রাউন্ড রেইলরোড’।

* সেরা টেলিভিশন মোশন পিকচার: ‘মেয়ার অফ ইস্টটাউন’।

* সেরা টিভি অভিনেত্রী (ড্রামা সিরিজ):  মিকেলা জে রডরিগেজ ('পোজ')

* সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): জেরেমি স্ট্রং (‘সাকসেশান’)

* সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/ কমেডি সিরিজ): জিন স্মার্ট (‘হ্যাক্স’)

* সেরা অভিনেতা (মিউজিক্যাল/ কমেডি সিরিজ): জেসন সুডেইকিস (টেড ল্যাসো)।

* সেরা অভিনেতা (মিনিসিরিজ/ টিভি ফিল্ম): মাইকেল কিটন (‘ডোপস্টিক’)

* সেরা অভিনেত্রী (মিনিসিরিজ/ টিভি ফিল্ম): কেইট উইন্সলেট (‘মেয়ার অফ ইস্টটাউন’)

* সেরা পার্শ্ব অভিনেতা (মিনিসিরিজ/ টিভি ফিল্ম): মাইকেল কিটন (‘ডোপস্টিক’)

* সেরা পার্শ্ব অভিনেত্রী (মিনিসিরিজ/ টিভি ফিল্ম): কেইট উইন্সলেট (‘মেয়ার অফ ইস্টটাউন’)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ