Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনটি ছবি প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

গতকাল ছিল ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের ৪০তম জন্মবার্ষিকী। ব্রিটিশ ভোগ ম্যাগাজিন থেকে শুরু করে ফ্যাশন-দুনিয়া মহাসমারোহে উদ্যাপন করছে এই রাজবধূর জন্মদিন। এই উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বাসভবন কেনসিংটন প্যালেস এর পক্ষ থেকে কেটের তিনটি ছবি মুক্তি দেয়া হয়েছে।
তিনটি ছবিতেই কেট পরেছেন প্রয়াত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার আলেক্সান্ডার ম্যাককুইনের ডিজাইন করা পোশাক। আর ছবিগুলো তুলেছেন ৭৪ বছর বয়সী বিশ্বখ্যাত ইতালীয় ফ্যাশন আলোকচিত্রী পাওলো রভারচি। এর আগে এই আলোকচিত্রী ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেল ও কেট মসদের ছবি তুলেছেন। রাজপরিবারের ভেতরে থেকে যারা বিশ্ব ফ্যাশনকে প্রভাবিত করেছেন, তাদের ভেতর ডায়নার আশপাশেই কেট মিডলটনের অবস্থান। কিছুদিন আগেও ফ্যাশন মোমেন্ট তৈরি করেছেন কেট। ‘নো টাইম টু ডাই’ সিনেমার লন্ডনের প্রিমিয়ারে তিনি ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জেনি প্যাকহামের বানানো সোনালি রঙের চুমকির গাউন পরে হাঁটেন লালগালিচায়। পোশাকটি দারুণ প্রশংসা কুড়ায়।
যুক্তরাজ্যের কেমব্রিজের নরফোকে নিজেদের আরেকটি আবাসনে তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট, প্রিন্স লুইসসহ পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেন। এতে আরও অংশ নেন ব্রিটিশ সংগীত তারকা লিওনা লুইস ও এলি গোল্ডিং। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ