Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ এজেন্সিগুলোর স্বার্থ সংরক্ষণে হাব কাজ করবে

নবনির্বাচিত হাব সভাপতি তসলিম

শামসুল ইসলাম : | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

হজ ও ওমরাহ এজেন্সিগুলোর স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত হাব বলিষ্ঠ ভূমিকা রাখবে। বিগত দিনের ন্যায় হাব আল্লাহর মেহমানদের সেবা নিশ্চিতকরণে হাবের নতুন কমিটি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতিকে ঠাই দেয়া হবে না। পূর্বের কমিটির ন্যায় হাবের নতুন কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা যথাযথভাবে বাস্তবায়ন করবে। গতকাল রোববার সকাল ১০ টায় নয়া পল্টনস্থ একটি চাইনিজ হোটেলে হাব দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা নির্বাচন ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার শামসুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাবের সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, প্রখ্যাত ট্রাভেল ব্যবসায়ী আলহাজ আবুল খায়ের, আবুল খায়ের, বায়রার সাবেক শীর্ষ নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল, ফোরাব মহাসচিব মহিউদ্দিন, বাবুল আক্তার, শফিকুল ইসলাম ও বায়রার সাবেক যুগ্ম মহাসচিব-১ আলহাজ আবুল বাশার। এদিকে, অপর একটি সূত্র জানায়, হাব নির্বাচন নিয়ে হাই কোর্টে দায়েরকৃত মামলা স্বেচ্ছায় প্রত্যাহারের জন্য বাদী পক্ষ আজ আদালতে গিয়েছেন বলে জানা গেছে। এম শাহাদাত হোসাইন তসলিমকে সভাপতি করে নবনির্বাচিত হাব কার্যনির্বাহী পরিষদের ২৭ সদস্য বিশিষ্ট কর্মকর্তা কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সম্প্রতি কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শান্তিপূর্ণভাবে হাব দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সমর্থিত প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় লাভ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ