Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈধতা পেল ৫৭ হজ এজেন্সি

অধিকাংশ হজযাত্রী এখনো পাসপোর্ট পায়নি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

অভিযুক্ত ৫৭টি হজ এজেন্সিকে অব্যাহতি দিয়ে আসন্ন (২০১৯) হজ কার্যক্রমে অংশ গ্রহণের অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২০১৮ সনের হজে সউদী আরবে ও বাংলাদেশে এসব হজ এজেন্সীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। ধর্ম মন্ত্রণালয় তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ মোতাবেক এসব হজ এজেন্সীকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মাধ্যমেও অভিযুক্ত কতিপয় হজ এজেন্সিগুলোর বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। অব্যাহতি প্রাপ্ত এসব হজ এজেন্সীর হজ কার্যক্রমে অংশ নিতে আর কোনো বাধা রইলো না। অব্যাহতি প্রাপ্ত এসব হজ এজেন্সীর কোনো কোনো মালিক প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রমও শুরু করছে। অব্যাহতি প্রাপ্ত হজ এজেন্সী হাজরে আসওয়াত ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মাওলানা শামসুল হক জানান, হজ অফিসের সাথে হজ চুক্তি করার পর নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্ত অধিকাংশ হজযাত্রী এখনো পাসপোর্ট হাতে না পাওয়ায় নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। তিনি হজযাত্রীদের পাসপোর্ট ইস্যু কার্যক্রম দ্রুত ও সহজীকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈধতা পেল ৫৭ হজ এজেন্সি

২৪ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ