Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অড্রি হেপবার্নের ভূমিকায় রুনি মারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

হলিউডের স্বর্ণযুগের শীর্ষ অভিনেত্রী অড্রি হেপবার্নের জীবনী চলচ্চিত্র নির্মাণ করবে অ্যাপল। ‘কল বাই ইওর নেম’খ্যাত অস্কার মনোনীত লুকা গুয়াদায়নিনো বায়োপিকটি পরিচালনা করবেন। প্রযোজনা করবেন অভিনেত্রী মারা নিজে। ‘দ্য গিভার’ ফিল্মের সহ-কাহিনীকার মাইকেল মিটনিক চিত্রনাট্য লিখছেন। কাহিনীর ধারা বা ভিত্তি প্রকাশ করা হয়নি। হেপবার্ন হলিউডের অভিনয় কিংবদন্তী। ‘ব্রেকফাস্ট ইন টিফানি’জ’, ‘মাই ফেয়ার লেডি’, ‘ওয়েট আনটিল ডার্ক’, ‘শেরেড’ এবং ‘সাবরিনা’ ফিল্মগুলোতে অভিনয় করেছেন। চার দশকের ক্যারিয়ারে তিনি ইগিওটি (এমি, গ্র্যামি, অস্কার, টোনি) সম্মাননা অর্জন করেছেন। মাত্র ১৬ব্যক্তিত্ব এই চারটি পুরস্কার অর্জন করেছেন। এখানে হেপবার্নের গ্র্যামি অবশ্য মরণোত্তর। রুনি মারা শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন এবং পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেছেন। তার উল্লেখযোগ্য ফিল্ম- ‘দ্য গার্ল উইথ ড্রাগন ট্যাটু’, ‘লায়ন’, ‘আ গোস্ট স্টোরি’ এবং ‘নাইটমেয়ার অ্যালি’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অড্রি হেপবার্নের ভূমিকায় রুনি মারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ