Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব আজ

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বসন্তকে বরণ করতে প্রতি বছরের ন্যায় এবারও ১ ফাল্গুনে নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজন করেছে বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, মুক্ত চিন্তার বিকাশ ও সাহিত্য চর্চায় নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ করণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাহিত্যিক জাকির তালুকদারকে ২০তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
এবার মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তমনা মঞ্চে বসন্তকালীন সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় বসন্ত বন্দনার মাধ্যমে বসন্তকালীন সাহিত্য উৎসব শুরু হবে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে বসন্ত বরণ, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, শিশুদের মুক্ত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর, আবৃতি, আলোচনা অনুষ্ঠান, পুরস্কৃত প্রিয়জনদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ