স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে জোড়া গোল করেছেন করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র দুইজনই।
এই জয়ে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটি দখলে রেখেছে রিয়াল৷
ম্যাচটিতে রিয়াল প্রথম গোল পায় ৪৩ মিনিটের সময়। এ সময় ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে বল জালো জড়ান করিম বেনজেমা। এর আগে ৪০ মিনিটের সময় রিয়াল প্রায় একটি গোল পেয়েই গিয়েছিল৷ ওই সময় লুকা মদ্রিচের করা একটি বাঁকানো শট বারে লেগে ফিরে আসে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র তার ফর্ম ফিরে পান। তিনি ৫২ মিনিটের সময় ভ্যালেন্সিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন। এরপর ৬১ মিনিটের সময় তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন।
৭৬ মিনিটের সময় ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে একটি গোল শোধ করে। তাদের হয়ে গোলটি করেন গঞ্জালো গুয়েদেস। তবে ৮৮ মিনিটের সময় বেনজেমা ফের গোল করলে ব্যবধানটা আবার বাড়ে।
এদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করার৷ মাধ্যমে করিম বেনজেমা রিয়ালের হয়ে ৩০০ গোল পূর্ণ করেছেন৷