Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ মূহুর্তের গোলে কঁপাল পুড়ল বার্সার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১০:০৪ এএম
স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে গ্রানাডার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে বার্সা। ম্যাচটিতে জয়ের খুব কাছে থাকলেও ৮৯ মিনিটের সময় গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জাভির শিষ্যদের। 
 
ম্যাচটির ৫৭ মিনিটের সময় লুক  ডি ইয়ং গোল করে বার্সাকে এগিয়ে নেন৷ গোল করে ম্যাচটিতে বেশ ভালোই আধিপত্য ধরে রাখে তারা। কিন্তু  ৭৯ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গাভি৷ শেষ মূহুর্তে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সা তখন গোল ঠেকানোতে মনোযোগ দেয়৷ কিন্তু ৮৯ মিনিটের সময় পুয়েতাস দুর্দান্ত এক গোলে গ্রানাডাকে সমতায় ফেরান৷ 
 
এই ড্রয়ের পর পয়েন্ট টেবিলে বার্সা আছে এখন ছয়ে৷ শীর্ষে থাকা দল রিয়ালের চেয়ে তারা পিছিয়ে আছে ১৪ পয়েন্টের ব্যবধানে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে মৌসুমের বাকি ম্যাচগুলোতে অসাধারণ কিছু করতে হবে কাতালান ক্লাবটিকে৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ