Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাজয়ীদের আবাসিক ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ৮:৫৮ পিএম | আপডেট : ৮:৫৯ পিএম, ৮ জানুয়ারি, ২০২২

ধারাবাহিকভাবেই প্রতি বছর জাতীয় সিনিয়র ও জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ট্র্যাকে গড়ায়। প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে পদক জিতে বাড়ি চলে যান অ্যাথলেটরা। এবার সেই ধারা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়েছে গত ২২ ও ২৩ অক্টোবর। এই প্রতিযোগিতা শেষে আসরের সেরাদের নিয়ে অ্যাথলেটিক্স ফেডারেশন রোববার থেকে শুরু করছে মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হওয়া এই আবাসিক ক্যাম্পে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে ১২ জেলা ক্রীড়া সংস্থা ও একটি শিক্ষাবোর্ডের সেরা ২০ অ্যাথলেট জায়গা পেয়েছেন। আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মীর শরীফ হাসান এবং কোচ সুফিয়া খাতুন। ক্যাম্প চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ