Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নিষেধাজ্ঞা সংকটগ্রস্ত করেছে রাষ্ট্রকে : আ স ম রব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ৮:২৫ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার কারণে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ ৭ জনের ওপর মর্কিন নিষেধাজ্ঞা রাষ্ট্রকে কলঙ্কিত এবং সংকটগ্রস্ত করেছে। এর জন্য মূলত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক সরকারই দায়ী। সরকারের বেআইনি আদেশ ও সরাসরি নির্দেশ ছাড়া প্রজাতন্ত্রের কর্মচারীরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত হওয়ার কথা নয়। সুতরাং নিষেধাজ্ঞার দায় সরকারের।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সরকারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেএসডি। সমাবেশ শেষে আ স ম রবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিক্ষা ভবন, বঙ্গবাজার হয়ে গুলিস্তানস্থ জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আ স ম রব বলেন, সরকার রাষ্ট্রকে বিপদে ফেলে ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে।

তাদের অবৈধ কাজের জন্য আজ রাষ্ট্র বিপদে পড়েছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। শুধু তাই নয়, রাতের আঁধারে ভোট কারচুপির সরকার লজ্জাজনকভাবে বিজয়ের বর্ষপূর্তি উদযাপন করছে। জাতীয় স্বার্থ রক্ষার কোনো ইচ্ছা বা সামর্থ কোনটাই এই সরকারের নেই। তাই জাতীয় সরকার ছাড়া সংকট উত্তরণের কোনো বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না।

রব বলেন, অবৈধ সরকার পতনের পর সম্ভাব্য রক্তপাতের ভয়াবহতা কোনো একক দলীয় সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই সকল পক্ষের উচিত রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জাতীয় সরকারের প্রস্তাবনা নিয়ে সংলাপ শুরু করা। এ সময় জাতীয় সরকারের দাবিতে আগামী ১৮ জানুয়ারি সারা দেশের জেলা ও মহানগরে জেএসডির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আ স ম রব।

জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডির অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, মতিউর রহমান মতি প্রমুখ।



 

Show all comments
  • প্রবাসী-একজন ৮ জানুয়ারি, ২০২২, ১১:৩৯ পিএম says : 0
    মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশকে সংকটগ্রস্ত করবে কেন? বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। খুঁটির জোর থাকলে ওদের কিছু হোমরা-চোমরার উপর নিষেধাজ্ঞা দেন, দেখি ওরা তার তোয়াক্কা করে কিনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ