Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ প্রাচ্যনাটের নাটক খোয়াবনামা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস-এর ২৫তম মৃত্যুবার্ষিকীতে প্রাচ্যনাটের মঞ্চস্থ করবে নাটক ‘খোয়াবনামা’। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি। প্র্রাচ্যনাটের ৩৭তম প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস খোয়াবনামা অবলম্বনে নাটকটি রচিত হয়েছে। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান ‘খোয়াবনামা’। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপূণ হাতে। এতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ। গানের সুর রাহুল আনন্দ, সঙ্গীত নীল কামরুল, কোরিওগ্রাফি স্নাতা শাহরিন, মঞ্চ এবি এস জেম, আলোক ভাবনা: ঠান্ডু রায়হান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাচ্যনাটের নাটক খোয়াবনামা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ