Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

রাবির মিলনায়তনে সংস্কার কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ৬:৪৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কার কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। সে রাজশাহীর বেলপুকুর থানার কাপাসিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে আলেক (৩৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত আলেক একজন রাজমিস্ত্রি। মিলনায়তনে কাজ করার সময় অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা প্রথমে রাবি মেডিকেলে নিয়ে যান। পরে সেখান থেকে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনি রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

রাবি প্রক্টর লিয়াকত আলী বলেন, অডিটোরিয়ামের কাজ করার সময় অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে পড়ে যায় । তার সহকর্মীরা দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যায় । তিনি রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন বলে জেনেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিকের মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ