Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী সংষ্কৃতিকে ধ্বংস করে ভোটাধিকার কেঁড়ে নিয়েছে সরকার

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ৫:০২ পিএম

সরকার দেশের নির্বাচনী সংষ্কৃতিকে ধ্বংস করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব পথ রুদ্ধ করে ফেলেছে। তবে এই সঙ্কট নিরসনে ১/১১ ফর্মুলায় অনির্বাচিত ব্যক্তিদের নেতৃত্বে কোন সরকার আমরা মেনে নিব না। পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে সংবিধানের আলোকেই রাজনীতিতে আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আজ শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, "এনডিএম রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যমতে বিশ্বাসী। দেশের রাজনীতিতে বর্তমানে একদলীয় শাসনের কুপ্রভাবে যে আস্থার সঙ্কট সৃষ্টি হয়ে সেটা নিরসনে প্রয়োজন পারষ্পরিক সংলাপের ভিত্তিতে একটি স্থায়ী আইনি কাঠামো তৈরি করা যার মাধ্যমে জনগণের ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। প্রেসিডেন্টের সংলাপে আমন্ত্রণ পেলে আমরা নির্বাচনকালীন সরকার নির্বাচনী আইন সংষ্কার এবং নির্বাচন কমিশনের ক্ষমতায়নের ব্যাপারে সুষ্পষ্ট প্রস্তাবনা তুলে ধরবো। গণতন্ত্রকে সুসংহত করতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ বাতিল করা এবং বিচারবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাহী বিভাগের সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখা এখন সময়ের দাবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ