গত মৌসুমের শুরুতে সমর্থকদের মনে নতুন করে দোলা দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই মৌসুমেই আবার বিদায় নিতে পারেন তিনি!
কারন রোনালদো বেশ কিছু বিষয় নিয়ে ম্যানইউতে ত্যক্ত-বিরক্ত।
প্রথম হলো তিনি যেভাবে চান দল সেভাবে চলতে পারছে না৷ চ্যাম্পিয়ন্স লিগে পাল্লা দিয়ে চললেও প্রিমিয়ার লিগে তাদের অবস্থা খারাপ। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলতে পারবে কি-না এ নিয়ে আছে সন্দেহ। আর রোনালদো যদি চ্যাম্পিয়ন্স লিগেই না খেলত পারেন তাহলে তার থাকার কোন প্রশ্নই আসবে না।
দ্বিতীয় যে ব্যপারটি রোনারদোর ম্যানইউ ছাড়ার বিষয়টি তরান্বিত করতে পারে, সেটি হলো রাফ রাগনিক স্থায়ীভাবে কোচ হলে।
রাগনিকের কোচিং স্টাইল পছন্দ না ম্যানইউর অনেক খেলোয়াড়ের। তারা এ নিয়ে অসন্তুষ্টিও প্রকাশ করেছেন৷ রোনালদোও এর বাইরে নন। আপাতত রাগনিকের সঙ্গে ক্লাবের চুক্তি হলো ছয় মাসের৷ এই সময় পর তিনি উপদেষ্টা হিসেবে কাজ করবেন৷ আর যদি ম্যানইউ তার সঙ্গে কোচের চুক্তির মেয়াদ বাড়ায় তাহলে তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন৷